First Program Part-03

monirulislam027

Monirul Islam

Posted on March 6, 2024

First Program Part-03

এই টা tutorial সিরিজ এর সব চেয়ে ছোট ব্লগ হবে। কারন এখানে শুধু মাত্র একটা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজকে আমরা প্রোগ্রামিং এর জগতে পা দিব। ভয় পাচ্ছেন?

ভয় পাওয়ার কোন প্রয়োজন নেই। একবার ভেবে দেখুন তো যারা এখন প্রোগ্রামিং খুব ভালো পারে তারা কিভাবে শিখেছে। তারা আপনার মত এইরকম পর্যায়ে ছিল। তারা শিখতে পেরেছে আপনিও পারবেন।

যাই হোক , চলুন এবার শুরু করি,

  • প্রথমে PyCharm ওপেন করুন। নিচের মত একটা window আসবে। এখান থেকে New project এ click করতে হবে।

Step 0. Open PyCharm and Create a Project

  • এরপর নিচের মত window আসলে, এখান থেকে Project এর নাম type করে create এ ক্লিক করতে হবে।
    Step 1. Set Pycharm Configuration

  • এরপর নিচের মত একটা window আসবে। বাম side panel টি হলো ফাইল ম্যানেজার আর ডানদিকের অংশ টি হল code editor।

Step 2. Overview

  • এবার ডান দিকের যত কোড আছে কেটে দিতে হবে। তারপর নিচের কোডটাকে রান লিখতে হবে।
print('Hello World')
Enter fullscreen mode Exit fullscreen mode

Step 3

  • এর Menu Bar থেকে Navigation Bar টা Enable করতে হবে। এই জন্য View → Appearance → Navigation Bar এর ক্লিক করতে হবে। এরপর নিচের মত একটা Bar দেখা যাবে।

Step 4

  • এখানে থেকে Play আইকন এ ক্লিক করতে হবে। এবার প্রোগ্রাম রান করবে।

Step 5

  • প্রোগ্রাম এর Output দেওয়ার জন্য নিচের দিকে একটা প্যানেল ওপেন হবে এবং সেখানই আমারদের প্রোগ্রাম এর Output দেখাবে।

Step 6

অতপর সফল ভাবে প্রথম প্রোগ্রাম রান করতে পেরেছি।

আজ এই পর্যন্তই কোন কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই জানাবেন।

💖 💪 🙅 🚩
monirulislam027
Monirul Islam

Posted on March 6, 2024

Join Our Newsletter. No Spam, Only the good stuff.

Sign up to receive the latest update from our blog.

Related