bappasaha
Posted on June 16, 2023
WHY ERROR HANDLING IS IMPORTANT
আমরা জানি Node একটি All Time Runningসার্ভার।
সুতরাং, কোন অ্যাপ্লিকেশান যদি প্রোডাকশনে ডিপ্লয় হওয়ার পর ক্লায়েন্ট এর কোন একশন এর কারনে ক্র্যাশ করে বা অন্য কোন ডেভেলপার এর বাগ এর কারনে ক্র্যাশ করে তাহলে যেই হিজিবিজি স্পেসিফিক এরর টা ক্লায়েন্ট সাইডে এ যাবে টা কখনো ইউজার এর বোধগম্য হবে না।
আবার বিভিন্ন ধরনের এরর বিভিন্ন রকম মেসেজ দিবে এবং বিভিন্ন প্যাটার্নে যাবে যা ফ্রন্টেন্ড থেকে হ্যান্ডেল করা করা কষ্টসাধ্য এবং ইফিসিয়েন্ট না । সুতরাং সকল প্রকার এরর কে একটি কমন প্যাটার্নে পাঠাতে পারলে ব্যাপারটা সুন্দর এবং গোছানো হবে। আর এই সকল প্রকার এরর কে আমরা গ্লোবাল একটি এরর হ্যান্ডেলার দিয়ে এক জায়গা থেকে কন্ট্রোল করতে পারি। সুতরাং, যেকোনো এপ্লিকেশনের জন্য এরর হ্যান্ডলিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।
SYNCHRONOUS ERROR HANDLING BY EXPRESS
Express Application এ synchronous & asynchronous
দুই ধরনের কোডের জন্য আলাদাভাবে এরর handle করতে পারি । কিন্তু মজার ব্যাপার হল Synchronous কোডের জন্য Express ডিফল্ট ভাবেই আমাদের জন্য এরর টা হ্যান্ডেল করে দেয়। যেমনঃ
app.get('/',(req,res)=>{
throw new Error(' Thamun! Ami Synchronous Error')
})
এক্ষেত্রে আমাদের সার্ভার ক্র্যাশ করবে না এবং ইউজার রেস্পন্স পাবে পাবে।তবে রেস্পন্স হিসেবে ইউজার একটি HTML Error Tempalete
পাবে নিচের মতঃ
<body>
<pre>Error: Thamun! Ami Synchronous Error<br> at F:\\ACC\\myMVC\\mvc\\index.js:13:11<br> at Layer.handle [as handle_request] ……..</pre>
</body>
এক্সপ্রেস এই এরর হ্যান্ডেলিং কিভাবে করে ?
এক্সপ্রেস এর বিল্ট ইন এরর হ্যান্ডেলার এর কারণে ! এক্সপ্রেস এর বিল্ট ইন এরর হ্যন্ডেলিং মিডলওয়ার এর মাধ্যমে সে এপ্লিকেশনের Synchronous কোডের এরর এররগুলো হ্যান্ডেল করে রেস্পন্স হিসেবে এররের একটি HTML Template সেন্ড করে দেয় ।
কিন্তু আমরা যদি এররটাকে নিজেদের পছন্দ মত এরর মেসেজ দিয়ে হ্যান্ডেল করতে চাই তাহলে আমাদেরকে Express এর সেই বিল্ট ইন এরর হ্যান্ডেলারকে ওভাররাইট করতে হবে আমাদের বানানো globalErrorHandler
মিডলওয়্যার ব্যবহার করার মাধ্যমে । এই মিডলওয়্যার প্যারামিটার হিসেবে ৪ টি প্যারামিটার নিবে , যেখানে প্রথমটি হবে error ! রিকুয়েস্ট হ্যান্ডেলার এর সাথে পার্থক্য কিন্তু এখানেই। রিকুয়েস্ট হ্যান্ডেলার ৩ টি প্যারামিটার রিসিভ করে , আর এরর হ্যান্ডেলার ৪ টি ! নিচে একটি সিম্পল এরর হ্যান্ডেলার এর ফরম্যাট দেয়া হলঃ
app.use((err,req,res,next)=>{
if(err){
res.send(err.message)
}else{
res.send('my error')
}
})
খেয়াল করলে দেখতে পাবেন । আমরা শুধু এরর মেসেজ দিতে পারি । আমরা নিজেদের মত কোন স্ট্যাটাস কোড কিন্তু দিতে পারিনা !এখন আমরা যদি নিজেদের মত error status code দিতে চাই তাহলে কিন্তু আমরা পারব না কারন জাভাস্ক্রিপ্ট এর Error class শুধুমাত্র একটি প্যারামিটার নেই । সেটি হল এরর মেসেজ।
তবে আমরা চাইলে নিচের কোড দ্বারা
ApiError নামের একটি class তৈরি করে error message এর পাশাপাশি status code পাঠতে পারি।
class ApiError extends Error {
statusCode: number
constructor(statusCode: number, message: string | undefined, stack = '') {
super(message)
this.statusCode = statusCode
if (stack) {
this.stack = stack
} else {
Error.captureStackTrace(this, this.constructor)
}
}
}
export default ApiError
এই কোডটি ApiError নামক একটি class তৈরি করে। এটি Error class থেকে এক্সটেন্ড করা হয়েছে। এটি একটি কাস্টম এরর class হিসাবে কাজ করে এবং এররের বিভিন্ন বৈশিষ্ট্য ধারণ করে। এই ক্লাসের মধ্যে আমরা প্রধানত দুইটি জিনিস দেখতে পাই:
-
statusCode:
এটি এররের স্ট্যাটাস কোড সংরক্ষণ করে। -
constructor():
এটি ক্লাসের কনস্ট্রাক্টর মেথড। এটি এররের স্ট্যাটাস কোড, মেসেজ এবং স্ট্যাক (যদি থাকে) গ্রহণ করে। যদি স্ট্যাক না থাকে, তবে Error.captureStackTrace() ব্যবহার করে এটি সেট করে দেয়।
এই কোড দ্বারা আমরা একটি কাস্টম এরর class ব্যাবহার করে সহজেই Status Code এবং
Error Message দুইটি Parameter নিয়ে Client Side এ একটি এরর throw করতে পারি।
app.get('/',(req,res)=>{
throw new ApiError(400,'thamun! ami error amar ekon status code o ase ! huh !')
})
throw new Error(“ error message ”) // Class Only receive message
Throw new ApiError( 404 , ”error messages” ) // Class receive message along with status code
ASYNCHRONOUS ERROR HANDLING BY EXPRESS
Express Application ব্যবহার করার সময়, Promise এর সাথে সম্পর্কিত কাজগুলি চালানোর সময় এরর ঘটতে পারে। এটিকে বলা হয় Asynchronous এরর ! এক্সপ্রেস কিন্তু বাই ডিফল্ট এই এরর হ্যান্ডেল করে না ! যদি এই এরর ঠিকমত না হ্যান্ডেল করা হয়, তাহলে আপনার অ্যাপ্লিকেশন ক্র্যাশ করতে পারে ! আমরা Promise ব্যবহার এসিনক্রোনাস ফাংশনে এরর হ্যান্ডেল করতে, প্রথমে এররকে ধরতে হবে। এর জন্য আমরা try/catch ব্যবহার করতে পারি বা .then() /.catch() ব্যাভার করতে পারি । তবে কোড সুন্দর রিডেবল করার জন্য আমরা Try- Catch ব্যবহার করব।
THROW ERROR USING BUILT IN ERROR CLASS
আমরা এক্সপ্রেস এর throw new Error()
এর মাধ্যমে এরর থ্রো করতে পারি।
app.get('/example', async (req, res, next) => {
try {
const result = await someAsyncOperation();
res.json(result);
}catch (error) {
throw new Eror(‘Error Message’)
}
});
উপরের উদাহরণে, যদি এসিনক্রোনাস কোডে এরর হয় সেটি catch ব্লক ধরে নিয়ে ডিরেক্ট এরর থ্রো করে দেই।
THOW ERROR USING OUR CUSTOM API ERROR CLASS
আমরা এক্সপ্রেস এর throw new ApiError() এর মাধ্যমে এরর থ্রো করতে পারি।
app.get('/example', async (req, res, next) => {
try {
const result = await someAsyncOperation();
res.json(result);
}catch (error) {
throw new ApiEror( 400 , ‘Error Message )
}
})
উপরের উদাহরণে, যদি এসিনক্রোনাস কোডে এরর হয় সেটি catch ব্লক ধরে নিয়ে ডিরেক্ট এরর থ্রো করে দেই। এক্ষেত্রে কিন্তু আমরা আমাদের কাস্টম ক্লাসের মাধ্যমে স্ট্যাটাস কোড অ এরর মেসেজ দুইটাই থ্রো করতে পারছি ।
PASSING ERROR TO GLOBAL ERROR HANDLER USING NEXT()
আমরা যখন next()
ব্যবহার করি তাহলে সে তার পরের মিডলওয়ার ফাংশনকে কল করে । কিন্তু আমরা যখন এরর এর মধ্য দিয়ে কোন আর্গুমেন্ট পাস করব এক্সপ্রেস আর কোন কিছু তোয়াক্কা না করে ডিরেক্ট গ্লোবালেরর হ্যান্ডেলার এর কাছে পাঠিয়ে দেই । মানে গাড়ি করে জেলখানায় পাঠিয়ে দেয় । এই গাড়িকে আমরা কাজে লাগিয়ে সব এরর এক জায়গায় যেন হ্যান্ডেল করতে পারি তাই আমরা রিকুয়েস্ট হ্যান্ডেলারে কোন এরর cartch ব্লক এর মধ্যে ধরে throw Error() / throw new ApiError() না করে আমরা গাড়ি করে পাঠিয়ে দেই গ্লোবাল এরর হ্যান্ডেলার এর কাছে
app.get('/example', (req, res, next) => {
try {
const result = await someAsyncOperation();
res.json(result);
}} catch (error) {
next(error);
}
});
গ্লোবাল এরর হ্যান্ডলার মিডলওয়্যার তারপর এই এররটি হ্যান্ডল করে স্ট্যাটাস কোড , মেসেজসহ একটি কমন প্যাটার্নে রেসপন্স পাঠায়।
এইবার আমরা একটি গ্লোবাল এরর হ্যান্ডলার সম্পর্কে বিশদভাবে জানব।
গ্লোবাল এরর হ্যান্ডলার একটি মিডলওয়্যার হিসাবে এক্সপ্রেস এপ্লিকেশনে ব্যাবহার করা হয় যা সব এররগুলো স্পেসিফিকভাবে হ্যান্ডেলার দিয়ে একে একে ধরে তাদের এরর ফরম্যাট থেকে আমাদের কমন এরর প্যাটার্নে কনভার্ট করে রেসপন্স করে পাঠানো হয় ! আর যদি স্পেসিফিকভাবে ধরা না হয় তাহলে আমরা একটা সিম্পল কমন এরর রেস্পন্স পাঠিয়ে দেই যেমনঃ statusCode=500 , message= ‘Something went wrog !
আবার আমরা গ্লোবাল এরর হ্যান্ডলার ফাংশনের ভিতর এরর এর নির্দিষ্ট টাইপগুলো চেক করার মাধ্যমে স্পেসিফিক এরর রেসপন্স পাঠাই আর কোন টাইপ না মিললে জেনেরিক এরর মেসেজ “Something went wrong” তো আছেই ”
ZODERROR HANDLING
Zod একটি ডাটা ভ্যালিডেশন লাইব্রেরি যা ব্যবহার করে ডাটা ভ্যালিডেশন করতে পারি আমরা। তবে আমরা চাইলে আরো সহজ ভাবে মঙ্গোস দিয়ে করে ফেলতে পারতাম। এখানে zod ইউস করা হয়েছে ।এক্সট্রা সিকিউরিটি লেয়ার অ্যাড করার জন্য। যা ডাটা গুলিকে রাউট থেকেই ভ্যালিডেশন করে ফেলে, কন্ট্রোলারে আর যেতে দেয় না। Zod ব্যবহার করার কারণ এটি কমপ্লেক্স ভ্যালিডেশন রুল দেওয়ার জন্য।
CASTERROR HANDLING
ধরেন আমাদের একটি স্কিমা আছে যেখানে একটি ফিল্ড নাম্বার হওয়ার কথা , কিন্তু ভেলুটি আসলো একটি স্ট্রিং, তাহলে একটি CastError হবে। CastError হ্যান্ডল করে আমরা ইউজার জানাতে পারি যে ঐ ফিল্ডের জন্য ভেলুটি সঠিক না।এবং প্রয়োজনবোধক একটি এরর মেসেজ সেন্ড করতে পারি।
MONGOOSE ERROR HANDLING
ValidationError হলো Mongoose এর একটি বিল্ট-ইন এরর ক্লাস যা ভ্যালিডেশন ত্রুটি হ্যান্ডল করতে ব্যবহার করা হয়। যখন আমরা কোনো Mongoose মডেলের ডেটা ভ্যালিডেশন চেক করি তখন মঙ্গুস ভ্যালিডেশন ক্লাসের ইনস্ট্যান্স ValidationError তৈরি হয়। এর মাধ্যমে আমরা ডেটা ভ্যালিডেশন এররের সমস্যা সম্পর্কে বিস্তারিত তথ্য সেন্ড করতে পারি।
API ERROR INSTANCE → CLASS :
একটি এক্সপ্রেস সার্ভারে API তৈরি করার সময়, এরর হ্যান্ডেল করা খুবই গুরুত্বপূর্ণ । এবং এই এরর হ্যান্ডল করার একটি অন্যতম উপায় হলো জাভাস্ক্রিপ্টের built in class “Error” কে extend
করে আমাদের নিজেদের মত করে আরও বেশি হিউম্যান রিডেবল ভাবে সার্ভারের এরর কে দেখানো । অর্থাৎ আমরা নিজেরা একটি class তৈরি করতে পারি যেটা Error class কে extend করে এবং Error class এর সব প্রোপার্টি এবং মেথড নিজের মধ্যে নিয়ে আসবে এবং পাশাপাশি আমরা এক্সট্রা কিছু প্রোপার্টি বা মেথড আমাদের প্রয়োজন অনুসারে যোগ করতে পারব । এখন আমরা যদি আমাদের এপ্লিকেশনের এই throw new APIError() করা এররকে ধরতে চাই তাহলে আমাকে instanceof
অপারেটরের মাধ্যমে এরর এই ApiError ক্লাসের instance কিনা চেক করতে পারি ।
JAVASCRIPT ERROR CLASS → CLASS
আমরা জানি Javascript আমাদের কিছু built in দিয়ে থাকে। যেমন Date class এর ব্যাপারে কিন্তু আমরা সবাই জানি। এটা দিয়ে আমরা আমাদের এপ্লিকেশনে ডেট রিলেটেড সব কিছু হ্যান্ডেল করি তাইনা? ঠিক তেমনি একটি Javascript Application এর সব রকম এরর হ্যান্ডেল করার জন্য জাভাস্ক্রিপ্ট আমাদের যে ক্লাস টি দিয়েছে সেটা হচ্ছে Error Class । একটি জাভাস্ক্রিপ্ট এপ্লিকেশনে যত রকম এরর আছে সবই এই Error ক্লাস এর অন্তর্ভুক্ত। এখন আমরা যদি আমাদের এপ্লিকেশনের এই throw new Error() কর এররকে ধরতে চাই তাহলে আমাকে instanceof অপারেটরের মাধ্যমে এরর এই Error ক্লাসের instance কিনা চেক করতে পারি ।
Posted on June 16, 2023
Join Our Newsletter. No Spam, Only the good stuff.
Sign up to receive the latest update from our blog.
Related
November 29, 2024